মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:৪৫ অপরাহ্ন
বিনোদন রিপোর্ট:
এস.আর মাল্টিমিডিয়া নিবেদিত শাহিদা রহমান এর প্রযোজনায় নাটক “অন্নপূর্ণা” সপ্তমীর দিন শুক্রবার (২৩ অক্টোবর ২০২০) দুপুর ৩.০৫ টায় জনপ্রিয় চ্যানেল অাইতে প্রচারিত হবে। রচনায় মাসুম শহরিয়ার। পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আবুল হায়াৎ, জাকিয়া বারি মমো, শাওন, মিলি বাশার, সাফিউল আলম বাবু, সাবাহ শারিকা। এডিটর মাইদুল ইসলাম রাতুল, এডি এমিতাব আহমেদ রানা এবং শুভ্রাতা মিত্রা, ব্যাক গ্রাউন্ড মিউজিক এবং কন্ঠ শাহরিয়ার আলম মার্সেল। ধন্যবাদ রেবেকা বিথী।
এব্যাপারে এস.অার মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসের স্বত্বাধিকারী শাহিদা রহমান বলেন, প্রথমে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। শুক্রবার দুপুর ৩.০৫ টায় চ্যানেল অাইতে সকলকে অন্নপূর্ণা নাটক দেখার অামন্ত্রণ জানাচ্ছি।
Leave a Reply