মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৫৭ অপরাহ্ন
মোঃ আল-আমিন শেখ ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (জ্যাফ) স্পেন বাংলাদেশ জয়েন্ট ভেনচার আলহাজ এডভোকেট আব্দুল গফুর স্পোর্টস একাডেমির উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-০২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব ছোট মনির।
এতে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সাবেক কৃতী ফুটবলার আলহাজ্ব এডভোকেট আব্দুল গফুর, টাঙ্গাইল জেলা বাস, মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থা’র সম্পাদক মো. শফিকুল ইসলাম রতন প্রমুখ।
Leave a Reply