সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৪১ অপরাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃতিসন্তান, দৈনিক সংবাদ সারাদেশ, পল্লী টেলিভিশন ও লালসবুজ ২৪ ডটকমের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং দৈনিক লোক সমাজের প্রতিনিধি, অারজেএফ’র জাতীয় পরিষদের সদস্য, বিশিষ্ট সাংবাদিক, সমাজ সেবক ও ব্যবসায়ী মীর জাহাঙ্গীর হোসেন’কে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২০) সকালে নলতা শরীফ এলাকায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। দৈনিক সংবাদ সারাদেশের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি শেখ অামজাদ হোসেনের সভাপতিত্বে ও ফটো সাংবাদিক মো: হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অারজেএফ’র যুগ্ম মহাসচিব মো: অাল-অামিন শাওন এলএল.বি। বিশেষ অতিথি ছিলেন, অারজেএফ’র বিভাগীয় সমন্বয়ক মো: রোমান অাকন্দ। প্রধান বক্তা ছিলেন, পদকপ্রাপ্ত সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন। এসময় মীর জাহাঙ্গীর বলেন, অাজ অামি সাংবাদিক ও শুভাকাংখীদের ফুলেল শুভেচ্ছা ও অান্তরিক ভালোবাসায় সিক্ত। তারা সারা জীবন অামাদের হৃদয়ে থাকবে। উল্লেখ্য, সাতক্ষীরার সাহসী সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন; করোনায় “মানবিক যোদ্ধা” সাংবাদিক হিসেবে বিশেষ অবদানের জন্য রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) সম্মাননা পদক-২০২০ এ ভূষিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২০) আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার সন্ধ্যায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সফরকালে আরজেএফ’র যুগ্ম মহাসচিব মো. আল-আমিন শাওন ও সাংগঠনিক সমন্বয়ক মো. রোমান আকন্দ এ পদক সাহসী সাংবাদিক মীর জাহাঙ্গীর হোসেন এর হাতে তুলে দেন।
মীর জাহাঙ্গীর’কে এ পদকে ভূষিত করায় আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলাম ও জুরিবোর্ডের সদস্য সহ সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এপদক সাতক্ষীরাবাসীকে উৎসর্গ করেছেন তিনি। এছাড়াও তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
অন্যদিকে সাংবাদিক সমাজ সহ তাঁর শুভাকাঙ্খীরা তাঁকে নানান মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply