শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
সন্ত্রাসের অঙ্গরাজ্য হয়ে উঠেছে সন্দ্বীপ পৌরসভা ৮ নং ওয়ার্ড এর ছটাইপাড়া এলাকা।
মানুষের সাথে আচরণ করছে পশুর মতো। জিম্মি করে রেখেছে এলাকাবাসীকে।
৮ নং ওয়ার্ড ছটাইপাড়ার বাবুল মেম্বারের ছেলে জিহাদ এবং তার সহযোগী সন্ত্রাসী মেহেদী এবং জুয়েল।
এলাকায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দিচ্ছে তারা।
তান্ডব চালাচ্ছে পুরো এলাকাজুড়ে। চুরি, ডাকাতি, ইয়াবাসহ সম্ভব সকল অপকর্মের হোতা তারা।
কদিন আগে নিজ বাড়ির ৭০-৭৫ বছর বয়স্ক বৃদ্ধকে ধারালো কিরিচ(দেশীয় অস্ত্র) নিয়ে মারতে যায় সন্ত্রাসী মেহেদী ও তার ভাই জুয়েল। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও আছে।
ঐ এলাকায় দেলোয়ার কন্ট্রাক্টর একটি রাজ মিস্ত্রির কাজ করছে কিছুদিন ধরে।
অনেকদিন ধরে এই সন্ত্রাসীরা কন্ট্রাক্টরের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলো। এমনকি কন্ট্রাক্টরের বাড়িতে গিয়ে চাঁদা দাবি করে হুমকিধামকি দিয়ে আসে। এম পি কে বিচার দেয়ার কথা বললে, তারা বলে এম পি কে খাওয়ার টাইম নাই।
আজকে দেলোয়ার কন্ট্রাক্টরের মিস্ত্রিরা কাজ করতে গেলে সাইট থেকে তাদের সরঞ্জাম নিয়ে যায়। পরে বিকেলে কাজ করতে গেলে তখন কোন কারণ ছাড়াই অতর্কিত তাদের উপর স্ব শস্ত্র হামলা চালায় এবং জখম করে সন্ত্রাসীরা।
এ ব্যাপারে থানার অভিযোগ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে.
Leave a Reply