মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৮:২২ অপরাহ্ন
আতিকুর রহমান(আতিক)
জেলা প্রতিনিধি,টাঙ্গাইলঃ
টাংগাইলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এর নেতৃত্বে, টাঙ্গাইল জেলার সদর থানাধীন টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড নিকটে টাঙ্গাইল-ময়মনসিংহ রোডে র পশ্চিম পাশে দ্রুতগামী বাস কাউন্টারে পিছনে ফাঁকা জায়গায অভিযান পরিচালনা করে, অাসামী মোঃ মফিজ উদ্দিন (৪০), পিতাঃ আব্দুল মজিদ, সাং-বানিয়াফৌর, থানাঃ কালিহাতি এবং মোঃ সেলিম মিয়া (৪২), পিতাঃ মৃত-নুরুল ইসলাম, সাং- শিপপুর, থানাঃ টাঙ্গাইল সদর, উভয় জেলাঃ টাঙ্গাইলদ্বয়কে ১৪৫ পিস ইয়াবা, ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিম কার্ড এবং নগদ ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা সহ গ্রেফতার করেন।
সাক্ষীদের সম্মুখে আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে তারা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়,তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
Leave a Reply