এশিয়ার বড় মসজিদে বের্পদা মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি;
আতিকুর রহমান(আতিক),জেলা প্রতিনিধি,টাংগাইলঃ
২০১ গম্বুজ মসজিদ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ। যা টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়ায় অবস্থিত। আর এ মসজিদে বেপর্দা মহিলাদের উপর প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে মসজিদ পরিচলানা কর্তৃপক্ষ।
জানা যায়,সম্প্রতি মসজিদের ভেতর অনেক বেপর্দা মহিলা প্রবেশ ও ছবি তুলে নিয়ে সামাজিক যোগাযোগ গণমাধ্যম ছড়িয়ে দেয় এবং ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। যা বিভিন্ন মহলে সমাচেলনার ঝড় ওঠে।
এর পরই মহিলাদের বেপর্দা অবস্থায় মসজিদে প্রবেশ নিষেধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়, সর্বসাধরণদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আল্লাহর ঘর মসজিদ। পবিত্রতা রক্ষার্থে মহিলাদের বেপর্দা অবস্থায় প্রবেশ নিষেধ।
কর্তৃপক্ষ সূত্র জানা যায়, গত কয়েক বছর ধরে মসজিদ নির্মাণধীন সময় থেকেই পরিবার-পরিজন নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শতশত দর্শনার্থীরা মসজিদ দেখতে আসছেন। ধর্মপ্রান মুসলমান নামাজও পড়তেন।
কিন্তু অনেক মহিলারা বের্পদাভাবে মসজিদে প্রবেশ করে থাকেন ও ছবি ওঠে। মসজিদের পবিত্রতা রক্ষায় গত শুক্রবার (১৪ আগস্ট) একটি নোটিশ টাঙানো হয়েছে।
এ বিষয়ে ২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা ও রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলামকে মুঠোফোনে একাধিবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
Leave a Reply