বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ন
এম এ মোজাহিদ বিল্লাহ নোয়াখালী, হাতিয়া থেকে:-
নোয়াখালী হাতিয়া উপজেলার তমরদ্দি এলাকায় পশ্চিম ক্ষিরোদিয়া গ্রামটি প্রবল জোয়ারের কবলে পড়ে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে যায় অধিকাংশ ঘর-বাড়ি ও রাস্তা ।
প্রবল জোয়ারের কারণে বেড়িবাঁধ মুখে সবচেয়ে বেশি ক্ষতি হয় মুখে অবস্থিত ঘরগুলো । নিঃস্ব হয়ে দিশেহারা অনেক পরিবার , তার মধ্যে উল্লেখযোগ্য আমিন সাধু, পারভেজ , নোমান, নবীর, মিনা, কাইয়ুম , শামীম , শাহজাহান , সিরাজ, সেলিম , বাসার, কামাল, ইউনুস ।
ঘটনাস্থল তৎক্ষনাৎ পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম সাহেব ও তমরদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফররুখ আহমদ সাহেব ও বিভিন্ন সমাজ সেবক।
স্বশরীরে ঘটনা পরিদর্শনে থাকেন জাতীয় দৈনিক পত্রিকা বাংলার মুখ এর সম্মানিত বার্তা সম্পাদক ডেন্টিস্ট এম এ মুজাহিদ বিল্লাহ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বরাদ্দ থেকে সাহায্য করার আশ্বাস দেন।
চেয়ারম্যান ফররুখ আহমদ বেড়িবাঁধ দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন বলে জনগণকে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply