বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:১২ পূর্বাহ্ন
পিরোজপুরে ১৪ টি মেগা প্রকল্প পাস করলেন এড শ ম রেজাউল করিম এমপি
দিপংকর সিকদার, বরিশাল বিভাগীয় প্রধানঃ
পিরোজপুর ১ আসন ( পিরোজপুর সদর, নাজিরপুর, নেছারাবাদ ) ভৌগলিক, রাজনৈতিক এবং বিভিন্ন কারনে দীর্ঘদিন ধরে অবহেলিত।
কিন্তু বর্তমানে পিরোজপুর ১ আসনের এমপি এড শ ম রেজাউল করিম মাননীয় মৎস ও প্রানীসম্পদ মন্ত্রীর যোগ্য নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে চলেছে পিরোজপুর।
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ ১৪ টি মেগা প্রকল্প পাস করে সাধারন মানুষের মনিকোঠায় স্থান করে নিয়েছেন এড শ ম রেজাউল করিম এমপি।
মেগা প্রকল্প সমুহ :
১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (আইন প্রনয়নের পর্যায়ে)।
২, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ভূমি অধিগ্রহণ চুড়ান্ত পর্যায়ে)
৩,বিসিক শিল্পনগরী (ভুমি অধিগ্রহণ পর্যায়ে)
৪, টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট (চুড়ান্ত অনুমোদন)।
৫, দশকোটি চৌদ্দ লক্ষ টাকা ব্যায়ে নাজিরপুরে ৫০০ আসনের অডিটরিয়াম ( চুড়ান্ত বরাদ্দ)।
৬, নেছারাবাদ উপজেলা ডাক বাংলো (টেন্ডার পর্যায়ে)।
৭, পিরোজপুর আধুনিক সার্কিট হাউজ ও সমন্বিত প্রশাসনিক ভবন ( চুড়ান্ত প্রক্রিয়াধীন)।
৮, নাজিরপুর উপজেলা প্রশাসনিক ভবন (টেন্ডার প্রক্রিয়াধীন)।
৯, নেছারাবাদ উপজেলার দুই প্রান্তের সংযোগ ২ সেতু (সমীক্ষা শেষ পর্যায়ে)।
১০, পিরোজপুর জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্প ( মন্ত্রী সভায় অনুমোদনের প্রক্রিয়াধীন)।
১১,শত ভাগ বিদ্যুতায়নের জন্য ফার্স্ট ফেসভুক্ত করন।
১২, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় শতভাগ বয়স্ক ভাতা প্রকল্পের অন্তর্ভুক্তি।
১৩, পিরোজপুর শহর উন্নয়ন বাধ ও তিন উপজেলার নদী ভাঙ্গন রোধের প্রকল্প সমীক্ষা।
১৪, রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান , মসজিদ, মন্দির, উন্নয়নের ব্যাপক প্রকল্প অনুমোদন ও চলমান উন্নয়ন।
১৫, বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভ ও দৃষ্টি নন্দন জেলা সীমানা
গেট নির্মাণ ( চুড়ান্ত অনুমোদন)।
উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ।কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে।
Leave a Reply