রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন।
দীপংকর সিকদার বরিশাল বিভাগীয় প্রধান :-
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি তার সরকারী বাসভবনে হোমকোয়ারেন্টোইনে আছেন এবং সুস্থ আছেন।
শনিবার পিরোজপুরে নতুন করে আরও ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৫ জন।
নতুন আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা ও সদর হাসপাতালে১৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৩ জন, কাউখালী উপজেলায় ৬ এবং মঠবাড়িয়া উপজেলায় ৮ জন।
১৮ জুলাই, ২০২০ পিরোজপুর জেলায় মোট পজেটিভ সংখ্যা ৫১৫,
সদর উপজেলায় (সদর হাসপাতাল সহ) : ১২৪ জন, ভান্ডারিয়া উপজেলায় : ৮২ জন, মঠবাড়িয়া উপজেলায় : ১৫৩ জন, কাউখালী উপজেলায় : ৪৬ জন, নেছারাবাদ উপজেলায় : ৫৪ জন, ইন্দুরকানী উপজেলায় : ২২ জন, নাজিরপুর উপজেলায় : ৩৪ জন।
Leave a Reply