মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪৪ অপরাহ্ন
কোটচাঁদপুরের অসহায় মানুষের ভরসার নাম জেলা পরিষদ সদস্য শামীম আরা
মো: সাবিবর হোসেন, ঝিনাইদহ থেকে:-
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, জনগনের বন্ধু খ্যাত, জেলা পরিষদ সদস্য শামীম আরা (হ্যাপী) এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন। একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। উল্লেখ্য, তার প্রতিষ্ঠিত বকুল গ্রুপ অব কোম্পানীতে অত্র এলাকার শত-শত মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এলাকার জনগন বলেন, এলাকার ব্যাপক উন্নয়নের স্বার্থে তার মত মানুষেরই প্রয়োজন। তারা শামীম আরাকে পাশের পাওয়ার আশা ব্যক্ত করেন। চ্যানেল টি ওয়ান কে জানান, আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। তিনি আরো বলেন, জনগন আমাকে ভালবাসে, তারা সর্বদা আমার পাশে আছে, আমি নিজ অর্থায়নে প্রতি বছর উপজেলার দোড়া ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মানসহ মেরামত করি। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানান স্থানে ব্যাপক উন্নয়ন করেছি। জনগন আগামী ইউপি নির্বাচনে দোড়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই, আমি যদি ইউপি চেয়ানম্যান নির্বাচিত হই তবে দোড়া ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
Leave a Reply