শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৮:১০ অপরাহ্ন
লাদাখ সীমান্তে চীন-ভারত সংঘর্ষ, কর্নেলসহ ৩ ভারতীয় সেনা নিহত!
বাংলার মুখ ডেক্স :
দীর্ঘ দিন ধরেই লাদাখ সীমান্তে চীন-ভারত চাপা উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্রে জানা যায়, চীনের সেনাবাহিনী ভারতের সীমানা অতিক্রম করছে কিছুদিন ধরেই কিন্তু ভারত এই বিষয়ে এখনো মুখ খুলছে না।
ভারতের এরকম মুখ না খোলার কারণে বিশেষজ্ঞ রা ধরেই নিচ্ছে তারা এই বিষয়ে রক্ষণাত্মক নীতি গ্রহণ করছে।
কিছুদিন আগে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী লাদাখ সীমান্তে সংঘাত নিয়ে মোদি সরকারের চুপ থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা করেন।
গত কাল রাতে লাদাখ সীমান্তে চীন-ভারত চাপা উত্তেজনার আনুষ্ঠানিক রুপ দেখলো বিশ্ব। চীন ভারতীয় সেনাবাহিনীর ৩ জন সৈনিক কে হত্যা করেছে যার মধ্যে ২ জন সাধারণ সৈনিক এবং একজন কমান্ডিং অফিসার রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
এই সংঘাত কে কেন্দ্র করে চীন এবং ভারত উভয়ই লাদাখ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
উভয় পক্ষের সিনিয়র সেনা সদস্যরা এই পরিস্থিতি শান্ত করার জন্য আজ বৈঠকে বসেছে।
এদিকে চীনের ফরেন মিনিস্ট্রি দাবি করছে, ভারতীয় সেনাবাহিনী একের অধিক বার চীন-ভারতের মধ্যকার ‘বিবাদপূর্ণ সীমানা ‘ অতিক্রম করেছে এবং চীনা সেনাবাহিনী কে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে, যার ফলশ্রুতিতে বড় ধরণের সংঘাতের সৃষ্টি হয়েছে এবং প্রাণনাশের ঘটনা ঘটেছে!
Leave a Reply