মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১০:৪৩ অপরাহ্ন
আরজেএফ রাজশাহী জেলা কমিটির অনুমোদন
রাজশাহী সংবাদাতাঃ রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের রাজশাহী জেলা শাখার অনুমোদন করা হলো। উল্লেখ্য, ৫ জানুয়ারি ২০২০ শাহিনুর রহমান সোনা’কে আহবায়ক ও ফয়সাল আহমেদকে সদস্য সচিব করে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
নির্দশনা মোতাবের তারা ২৩ সদস্যের একটি কমিটি আরজেএফ চেয়ারম্যানকে পাঠালে আরজেএফ এর গঠনতন্ত্রের (১০) ক ধারা মোতাবেক সংগঠনের চেয়ারম্যান এ অনুমোদন প্রধান করেন।
২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কমিটির আপনাদের জন্য নিম্নে উল্লেখ করা হলো, নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আরজেএফ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ।
ধন্যবাদান্তে,
চেয়ারম্যান,
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ), ঢাকা।
পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি,শাহিনুর রহমান সোনা, সকালের সময়, রাজশাহী ব্যুরো প্রধান, সিনিয়র সহ-সভাপতি
মো. আরিফুল হক রুবেল ,দৈনিক মানব জমিন, পুঠিয়া (রাজশাহী),সাধারন সম্পাদক
ফয়সাল আহমেদ, সময়ের আলো, রাজশাহী জেলা প্রতিনিধি, যুগ্ম সাধারণ সম্পাদক
মো. ফরহাদ হোসেন আদনান,বিজয় টিভি রাজশাহী ব্যুরো প্রধান,সাংগঠনিক সম্পাদক
মো. আল আমিন হোসেন,স্বদেশ প্রতিদিন, রাজশাহী ব্যুরো প্রধান,অর্থ বিষয়ক সম্পাদক
মো. কামরুল হাসান মাসুদ,প্রতিদিনের সময়, পবা (রাজশাহী),দপ্তর সম্পাদক ইশরাত জাহান ময়না,দৈনিক অগ্নিবাণী, স্টাফ রিপোর্টার,প্রচার সম্পাদক আবিদ হাসান সানু,ক্যামেরা পারসোন আর.টি.ভি, সাহিত্য বিষয়ক সম্পাদক,
মো. ওয়ালিউল্লাহ,দৈনিক ঘোষণা, রাজশাহী,ক্রীড়া সম্পাদক নুর কুতুবুল আলম,দৈনিক আমাদের সময়, বাগমারা (রাজশাহী),প্রকাশনা সম্পাদক
বৈশাখী সরকার, প্রতিদিনের সময়, রাজশাহী ব্যুরো প্রধান,শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম,দৈনিক আমাদের বাংলাদেশ, রাজশাহী প্রতিনিধি,আইন বিষয়ক সম্পাদক এ্যাড. এফ এম সাদেকুর রহমান,দৈনিক অগ্নিবাণী, আদালত প্রতিনিধি,তথ্য ও গবেষণা সম্পাদক মো. মফিজুল ইসলাম দিলদার,দৈনিক মানব জমিন, বাঘা (রাজশাহী),জনসংযোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নাজমুল হক,ডেইলি বাংলাদেশ পোস্ট, রাজশাহী প্রতিনিধি,সদস্য খোসরুল আরুণ নোমানী (সাগর),দৈনিক জাগরণ, রাজশাহী প্রতিনিধি, ফেরদৌস সিদ্দিকী,জাগো নিউজ ২৪.কম, রাজশাহী প্রতিবেদক, মো. পাভেল ইসলাম দৈনিক অগ্নিবাণী, নগর প্রতিনিধি,
আদিল হোসেন ,দৈনিক অগ্নিবাণী, ফটো সাংবাদিক, মো. শামিম আখতার,বিটিসি নিউজ, ফটো সাংবাদিক, আব্দুল কাদের,কিউ টিভি, ক্যামেরা পারসোন (রাজশাহ
Leave a Reply