শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৩৩ অপরাহ্ন
এম এ. জলিল, ঝিনাইদহ: বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীয্রের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাসে আলোচনা সভা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ বহুবিধ কর্মসূচী পালন করা হয়েছে।
বাংলাদেশের ন্যায় দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দিবসটি উপলক্ষ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে বাংলাভাষার শহীদের স্মরণে দিবসটি পালন করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থাণীয় সরকারের সিনিয়র উপ সচিব গোলাম ফারুক, জনস্বাস্থ মন্ত্রলয়ের প্রধান প্রকৌশলীসহ ৬১টি দেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply