শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০২:১৬ পূর্বাহ্ন
বাংলার মুখ ডেক্স –
মাঠ থেকে রাজনীতি সব কিছুই কাঁপিয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পেসার মাশরাফি বিন মর্তুজা। তবে বর্তমানে ব্যস্ত আছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। তিনি রংপুর রাইডার্সের নেতৃত্ব দিচ্ছেন। শনিবারের খেলায় সিলেটকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে দেশ সেরা এই পেসারকে। সহধর্মিনী সুমনা হক সুমিকেও নিয়ে কাটিয়েছেন ফুরফুরে সময়।
সুমনা হক সুমি রোববার সন্ধ্যায় তার ফেসবুকে তাদের একটি সেলফি আপলোড করেন। যেখানে দুজনকে দেখা গেছে খুবই উচ্ছল। স্ত্রী সুমিকে নিয়ে বাইক চালিয়ে সেলফি তুলেছেন মাশরাফি। এ সময় সুমি ছবির ক্যাপশনে লেখেন, ‘লাভলি ওয়েদার’
এদিকে সেলফির তিনটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে এই দম্পতিকে শুভকামনা জানিয়েছেন অনেকেই।
এদিকে, আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিপিএলের দ্বিতীয় লেগে মুখোমুখি খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
[প্রিয় পাঠক, আপনিও দৈনিক বাংলার মুখ অনলাইনের অংশ হয়ে উঠুন। জাতীয় ,রাজনীতি, বিনোদন ,লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- dainikbanglarmukh@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
Leave a Reply