শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৫৫ অপরাহ্ন
বাংলার মুখ ডেক্স:
সাব্বির রহমানের ব্যাটিং নিয়ে অনেকদিন ধরেই সমালোচনা চলছিল। চলতি বিপিএলে তিনি জ্বলে উঠতে পারছিলেন না। গত দুই ম্যাচে বড় স্কোরের আভাস দিয়েও পারেননি। কিন্তু আজ দেখা দিলেন স্বরূপে। দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে থামলেন সেঞ্চুরির ১৫ রান আগে। অন্যদিকে ধ্বংসাত্মক ব্যাটিংয়ে গ্যালারিতে ঢেউ তুললেন ক্যারিবীয় তারকা নিকোলাস পুরান। নির্ধারিত ২০ ওভারে সিলেট সিক্সার্সের সংগ্রহ দাঁড়াল ৪ উইকেটে ১৯৪ রান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের আজ শনিবার শেষ দিনের প্রথম ম্যাচে টসে জিতে ডেভিড ওয়ার্নারের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রংপুরের প্রথম সাফল্য এসেছে অধিনায়কের হাত ধরেই। দলীয় ১৩ রানে ৮ বলে ১ চার ১ ছক্কায় ১১ রান করা বিধ্বংসী ইনফর্ম ব্যাটসম্যান লিটন দাসকে ফরহাদ রেজার তালুবন্দি করেছেন ম্যাশ। সাব্বিরের সঙ্গে জুটিটা ভালোই জমিয়েছিলেন আফিফ হোসেন। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান-আউট হয়ে শেষ হয় তার ১১ বলে ১৯ রানের ইনিংস।
অনেকদিন পর সাব্বিরের ব্যাটে দেখা যায় রান। বাহারী সব শটে ৩৪ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করা ওয়ার্নার আজ ১৯ রানে মাশরাফির শিকার হন। ভাঙে ৫১ রানের জুটি। এরপর সাব্বিরের সঙ্গে নিকোলাস পুরানের জুটি জমে ওঠে। শুরু হয়ে ধুন্ধুমার ব্যাটিং। ৮২ রানের এই জুটি ভাঙে সাব্বিরের আউটে।
৫১ বলে ৫ চার ৬ ছক্কায় ৮৫ রান করা এই হার্ডহিটার শফিউলের করা শেষ ওভারে রুশোর তালুবন্দি হন। শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করতে না পারা পুরান অপরাজিত থকেন ২৭ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৪৭* রানে। ২ বলে ১ বাউন্ডারিতে জাকের আলী করেন ৫* রান। ৩১ রানে ২ উইকেট নেন মাশরাফি, ১ উইকেট নেন শফিউল ইসলাম। নির্ধারিত ২০ ওভারে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৯৪ রান।
দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস এবং খুলনা টাইটান্স।
[প্রিয় পাঠক, আপনিও দৈনিক বাংলার মুখ অনলাইনের অংশ হয়ে উঠুন। জাতীয় ,রাজনীতি, বিনোদন ,লাইফস্টাইলবিষয়ক ফ্যাশন, স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, এখন আমি কী করব, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন- dainikbanglarmukh@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
Leave a Reply