বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ০২:৩৭ পূর্বাহ্ন
স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি’র গতকাল
বুধবার ২৪ জানুয়ারি বিকেলে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়িতে নিজস্ব ভবন থেকে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এটিভি লিমিটেডের চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস প্রধান অতিথি হিসেবে
পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন করেন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ইসমাইল হোসেন ভুঁইয়া বক্তব্য
রাখেন। ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) সাইফুল ইসলাম, চীফ কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) এফ জাহাঙ্গীর , আনন্দ টিভি’র চীফ নিউজ এডিটর (সিএনই) রাশেদুল ইসলাম বিপ্লব, ক্রাইম চীফ আনিসুর রহমান সাব্বির, ম্যার্কেটিং চীফ আরিফুল ইসলাম, ব্রডকাস্ট চীফ সালাউদ্দিনসহ আনন্দ টিভি’র প্রোগ্রাম, নিউজ, মার্কেটিং, ব্রডকাস্ট, আইটি শাখাসহ সকল বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, কলাকুশলী এতে উপস্থিত ছিলেন। পরীক্ষামূলক সম্প্রচার উদ্বোধন শেষে আনন্দ টিভি’র চেয়ারম্যান হাসান তৌফিক আব্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আনন্দ টিভি হবে
গণমানুষের প্রিয় চ্যানেল। এরজন্য যা যা করনীয় সব করা হবে। প্রোগ্রাম, নিউজসহ সকল বিভাগের প্রতি আমার একটিই অনুরোধ থাকবে ভাল কিছু করে দেখান যা দেখে মানুষ মানুষের প্রতি সৌহার্দ্য, ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হবে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম বলেন, এই সভার শুরুতেই আমরা শ্রদ্ধা
এবং বিনয়ের সাথে কৃতজ্ঞতা ও ঋন স্বীকার করছি আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ শিকদার এর প্রতি। তিনি এই চ্যানেল প্রতিষ্ঠা করে আজ সারা পৃথিবীর বাঙালিদের মাঝে
প্রিয় বাংলাদেশকে তুলে ধরার সুযোগ করে দিয়েছেন। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি। তিনি যেন খুব সিঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে, প্রিয় চ্যানেলে ফিরে আসতে পারেন। আনন্দ টিভি যত ভাল করবে আমরা তার স্বপ্ন পূরণে তত এগিয়ে যাবো। তার অসুস্থতার জন্য চেয়ারম্যানের একমাত্র সন্তান হাসান তৌফিক আব্বাস বর্তমানে আনন্দ টিভি’র চেয়ারম্যান। তার তারুন্য আর মেধাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। উপদেস্টা বীর মুক্তিযোদ্ধ ইসমাইল হোসেন ভুঁইয়া বলেন, আনন্দ টিভি মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একটি পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। উদ্বোধনের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।
Leave a Reply